আরাহোর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো!

0

অনেক প্রতীক্ষার পর অবশেষে রোনালদ আরাহোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালানদের হয়ে আরও চার বছর মাঠ মাতাবেন উরুগুইয়ান এই ডিফেন্ডার।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা জানায় ২০২৫-২৬ মৌসুমের শেষ পর্যন্ত ক্যাম্প ন্যু’য়ে থাকবেন আরাহো। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।

উরুগুইয়ান ক্লাব বোস্টন রিভার থেকে ২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেন আরাহো। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৮টি ম্যাচ খেলেন তিনি। গোল করেন ছয়টি। সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে গোলের দেখা পেয়েছেন এই ডিফেন্ডার। এছাড়া দলকে ১৩ ম্যাচে ক্লিনশিট রাখতে সাহায্য করেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

নিজেদের পরবর্তী ম্যাচে লা লিগায় সোমবার (২ মে) রাতে রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com