বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

0

চার বছর পর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসাবে আবার ভারতের রাজধানী দিল্লির নাম উঠে এসেছে। ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’ অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৫টিই ভারতের। এ ছাড়া রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তৃতীয় স্থানে মধ্য আফ্রিকার দেশ চাদ-এর রাজধানী এন’জামেনা, চতুর্থ স্থানে তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং পঞ্চম স্থানে ওমানের রাজধানী মাস্কাট রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সুইজারল্যান্ডের সংস্থা ‘আইকিউ এয়ার’ বিশ্বের ১১৭টি দেশের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুদূষণের মাত্রা পরিমাপ করে রিপোর্ট তৈরি করে। রিপোর্ট অনুযায়ী ভারতের কোনো শহরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বেঁধে দেওয়া বায়ুদূষণের মাপকাঠির (প্রতি কিউবিক মিটারে ৫ মাইক্রোগ্রাম) নিচে নেই। ভারতের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী দিল্লি ছাড়াও রয়েছে-লখনউ, কানপুর, ঝিন্দ, গুরগ্রাম, গাজিয়াবাদ, জৌনপুর, নয়ডা, হ্রেটার নয়ডা, বাঘপাট, হিসার, ফরিদাবাদ, রোহতক। এরপর রয়েছে-মুজাফ্ফরপুর, বারানসি, বুলন্দশহর, মেরঠ, কাদৌরা, পাটনা, ধারুহেরা, দুর্গাপুর, আনরোহা, চরখি দাদরি, আগরা, যমুনা নগর, মুজাফফরনগর, আলমপুর, লুধিয়ানা, সোনিপথ, কুরুক্ষেত্র, জোধপুর, সিংগরৌলী, আঙ্কলেশ্বর, আম্বালা। দূষণ-তালিকায় কলকাতা রয়েছে ৬০ নম্বরে। কলকাতায় দূষণের মাত্রা প্রতি কিউবিক মিটারে ৫৯.৭ মাইক্রোগ্রাম। বর্ধমান শহর ১৩৬ নম্বরে। শিলিগুড়ি ১৯১ নম্বরে। হলদিয়া রয়েছে ৩৭১ নম্বরে।

রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে দিল্লির দূষণমাত্রা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে দূষণমাত্রা ছিল প্রতি কিউবিক মিটারে ৮৪ মাইক্রোগ্রাম, যা বেড়ে ২০২১ সালে হয়েছে ৯৬.৪ মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার। ২০২১ সালে ভারতের গড় বায়ুদূষণ মাত্রা প্রতি কিউবিক মিটারে ৫৮.১ মাইক্রোগ্রাম। ভারতের বায়ুদূষণের মাত্রা ২০১৯-এর করোনা-পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে বলে ওই রিপোর্টে দাবি। ভারতের ৪৮ শতাংশ শহরের দূষণমাত্রা প্রতি কিউবিক মিটারে ৫০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে গেছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া বায়ুদূষণের মাপকাঠির চেয়ে ১০ গুণ বেশি।

রিপোর্ট অনুযায়ী, ডব্লিউএইচও বেঁধে দেওয়া বায়ুদূষণের মাপকাঠির নিচে রয়েছে বিশ্বের মাত্র তিন শতাংশ শহর। কোনো দেশই তাদের দূষণমাত্রা এ মাপকাঠির মধ্যে রাখতে পারেনি। সম্প্রতি বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত দেশের ১৬টি দেশ এশিয়ার। দুটি দেশ আফ্রিকা এবং ইউরোপের। তালিকায় ইউরোপের এক মাত্র দেশ মন্টিনেগ্রো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com