হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে হত্যা মামলা, তদন্তে পিবিআই

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুলে মো. ফজলু নামে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ৭১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আরও কয়েকজন আসামি হলেন, আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, হাবিবুর রহমান, কামরুজ্জামান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ফজলু। ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে মাক্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com