ঢাকার দিকে এগিয়ে আসছে বড় মেঘমালা: আবহাওয়া অধিদপ্তর

0

কিন্তু বিশ্বের প্রধান আবহাওয়াবিষয়ক মডেলগুলো পর্যালোচনা করে দেখা গেছে, ঘণ্টাখানেকের মধ্যে রাজধানীজুড়ে বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। আবার কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার এমন পরিস্থিতি থাকতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকেও একই কথা বলা হচ্ছে। তারা বলছে, ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে। ঘণ্টাখানেকের মধ্যে, অর্থাৎ বেলা তিনটা থেকে বিকেল চারটার মধ্যে ওই মেঘ রাজধানীর বেশির ভাগ এলাকার আকাশ ঢেকে দিতে পারে। শুরু হতে পারে বৃষ্টি। থেমে থেমে সেই বৃষ্টি সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলতে পারে।

ফলে এই বন্ধের দিনে যাঁরা বিকেলের দিকে ঈদের কেনাকাটা করতে বের হবেন, তাঁদের বৃষ্টির কথা মাথায় নিয়ে বের হতে হবে। ছাতাসহ অন্যান্য প্রস্তুতিও নিতে হবে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, এই বৃষ্টি ঘণ্টাখানেকের মধ্যে রাজধানীর আশপাশের এলাকাসহ রাজধানীজুড়ে চলতে পারে। সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থেমে থেমে চলতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com