বাঁধ উপচে সুনামগঞ্জের গুরমার হাওরে পানি

0

ভারী বৃষ্টিতে উজানের ঢল নেমে সুনামগঞ্জের নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। রবিবার সকাল থেকে ঢলের পানি হাওরের পাড় উপচে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরে ঢুকছে। এতে করে হাওরের ২ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সুরমা নদীর পানির উচ্চতা রবিবার দুপুর ১২টায় ছিল পাঁচ দশমিক ৮৭ মিটার। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। এ ছাড়া, জেলার সীমান্তবর্তী যাদুকাটায় এ সময়ে পানি বেড়েছে ৭১ সেন্টিমিটার, পাটলাই নদে ৪৩ মেন্টিমিটার। সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গুরমার হাওরের পাড়ে এটা নতুন কোনো বাঁধ নয়, পুরোনো স্থায়ী বাঁধ। শনিবার রাতে হাওরে ব্যাপক পানির চাপ সৃষ্টি হয়। এরপর শনিবার সকালে বাঁধ উপচে হাওরে পানি ঢুকতে শুরু করে।

হাওরপাড়ের গোলাবাড়ি গ্রামের কৃষক খসরুল আলম জানান, যেভাবে পানি ঢুকছে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে তাহলে ফসলের ক্ষতি হবে। আর যদি পানির চাপ কমে যায় তাহলে ফসল রক্ষা পাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com