রাজনৈতিক সংকটের মুখে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

0

অনেক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতিতে বেহাল দশা। এর মধ্যে রাজনৈতিক সংকটও প্রকট। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব নিয়ে নতুন অস্থিরতা দেখা দিয়েছে দেশটিতে। এই অবস্থায় ঐতিহাসিক দরপতনের মুখে পড়লো পাকিস্তানি রুপি।

গতকাল বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়ে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৯১ রুপিতে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা। গণমাধ্যমটি জানিয়েছে, কয়েক মাস ধরেই পাকিস্তানি রুপির দরপতন হচ্ছিল। এ অবস্থা আরও গতি পায় গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনলে।

গত এক মাসে ডলারের বিপরীতে রুপি দর হারিয়েছে ৬ শতাংশ। আর ২০২১ সালের জুলাই থেকে রুপির ১৮ শতাংশ দরপতন হয়েছে। বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলারের মূল্য ছিল ১৯১ রুপি। অপর দিকে আন্তব্যাংকিং বিনিময় হার ছিল ১৮৯ রুপি। এদিকে পাকিস্তানের রিজার্ভও কমেছে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০০ মার্কিন ডলারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com