ডেপুটি স্পিকার কাসিম সুরির রুলিং বাতিল, জাতীয় পরিষদ পুনর্বহাল

0

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এক রায়ে ডেপুটি স্পিকার কাসিম সুরির ৩ এপ্রিলের রুলিংকে ‘অবৈধ’ আখ্যায়িত করেছে এবং ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহাল করেছে।
(বিস্তারিত আসছে)

‘ইমরানের জনপ্রিয়তার ভয়ে নওয়াজ শরিফের দল নির্বাচন চায় না’
পাকিস্তান মুসলিম লিগের নেতা (কায়েদে আজম গ্রুপ) মুনিস এলাহি বলেছেন, ‘ইমরান খানের জনপ্রিয়তার ভয়ে নওয়াজ শরিফের দল নির্বাচন চায় না। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তান মুসলিম লিগের নেতা (কায়েদে আজম গ্রুপ) মুনিস এলাহির দাবি, ইমরান খানের জনপ্রিয়তার ভয়ে নওয়াজ শরিফের দল নির্বাচনে অংশ নিতে চায় না। নির্বাচনে অংশ নেয়ার মতো অবস্থায় নেই নওয়াজ শরিফ। কারণ, জনগণ এখন ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করে।

তিনি আরো বলেন, পাকিস্তানের সকল বিধাসভা (প্রাদেশিক ও কেন্দ্রীয় পার্লামেন্ট) ভেঙ্গে দিয়ে সাধারণ নির্বাচন দেয়া হলে সকলে শরিফ ভাইদের (নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ) অবস্থা বা জনপ্রিয়তা সম্পর্কে বুঝতে পারবে।

ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করার বিষয়ে মুনিস এলাহি বলেন, পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা পারভেজ খট্টক, আসাদ উমর ও শাহ মেহমুদ আমাদেরকে বিরোধী দলে না যাওয়ার বিষয়ে বলেছেন। এ কারণে আমাদের রাজনৈতিক দল ও পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা পিটিআইকে সমর্থন করবে। মূলত, আমরা পাকিস্তানের জন্যই ইমরান খানের দল পিটিআইকে সমর্থন করছি।

সূত্র : জিও নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com