পাকিস্তানের নির্বাচন সম্পর্কে যা বললেন আয়েশা জালাল

0

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিবে তার বিষয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন আয়েশা জালাল। এ পাকিস্তানি-আমেরিকান ঐতিহাসিক বলেছেন, দ্রুত একটি নির্বাচন হতে যাচ্ছে পাকিস্তানে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

বর্তমানের সাংবিধানিক সঙ্কটের পর পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আয়েশা জালাল বলেন, আপনারা পাকিস্তানের রাজনীতির বিষয়ে তেমন কিছু জানেন না। এখানে সবকিছুই সম্ভব। পাকিস্তানের সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাদের মেয়াদ পূর্ণ করতে পারে না। অনাস্থা ভোটের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে রায়ই দিক না কেন আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে নির্বাচন হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, পাকিস্তানের এ নির্বাচনটি খুবই তিক্ত বা কষ্টদায়ক হবে কারণ এটা গ্রীষ্মকালের তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর পাকিস্তানে কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলবে।

সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com