নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

0

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির মিত্র দেশগুলো সাম্প্রতিক অবরোধ-নিষেধাজ্ঞা তুলে না নিলে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস) প্রকল্পে অংশ নেয়া দেশগুলোর সাথে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার মাহাকাশ গবেষণা সংস্থা রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন টুইট করেছেন, আইএসএস ও অন্যান্য প্রকল্পের ‘অংশীদারদের সাথে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপন’ কেবল তখনই সম্ভব, যখন ‘বেআইনি অবরোধ-নিষেধাজ্ঞা কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণ উঠে যাবে।’
অবরোধ-নিষেধাজ্ঞার বিপরীতে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং কানাডিয়ান স্পেস এজেন্সির (সিএসএ) কাছে চিঠি লিখে আবেদন করার কথাও টুইটে উল্লেখ করেছেন রোগোজিন। প্রতিটি দেশের কাছ থেকে আসা লিখিত উত্তরের কপিও টুইটারে শেয়ার করেছেন তিনি। সিএসএর সাথে যোগাযোগ করে চিঠির সত্যতা যাচাই করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। তবে নাসা এবং ইএসএর কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি সাইটটি।

রোগোজিনের শেয়ার করা নাসার জবাবে লেখা রয়েছে, ‘মহাকাশে আন্তর্জাতিক সরকারের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে; বিশেষ করে রাশিয়া, কানাডা, ইউরোপ ও জাপানের মতো যারা আইএসএস পরিচালনার সাথে জড়িত। যুক্তরাষ্ট্রের নতুন বিদ্যমান রফতানিবিষয়ক নীতিমালা আইএসএসের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারস্পারিক সহযোগিতার সুযোগ বজায় রেখেছে।’ চিঠিতে নাসা ব্যবস্থাপক বিল নেলসনের স্বাক্ষর রয়েছে।
রোগোজিনের আবেদনে কানাডাও প্রায় একই ধরনের উত্তর দিয়েছে বলে জানিয়েছে ভার্জ। ‘আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারি যে কানাডা আইএসএস প্রকল্পকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং নিরাপদ ও সফল কার্যক্রম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com