বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাসায় ভাংচুর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেছার বাসা ও নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থীর ওয়ারীর বাসায় ও অফিসে এ হামলা চালানো হয়েছে। জানা যায়, বিকাল চারটায় কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেছা নির্বাচনী গণসংযোগ শুরু করলে পেছনে থেকে তার মিছিলে হামলা চালায় দৃর্বৃত্তরা। পরে তিনি তার বাসায় চলে গেলে সেখানেও হামলা ও ভাংচুর চালানো হয়েছে। সরকার দলীয় লোকেরা এই হামলা চালিয়েছে অভিযোগ করে ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার গণমাধ্যমকে বলেন, বিকাল চারটায় ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রচারণা চালানোর সময় মিছিলের পেছন দিয়ে হামলা চালানো হয়েছে।
এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। ওই সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। উনাদের এ বিষয়ে অভিযোগ জানানো হলেও তারা কোন সাড়া দেননি। পরে মিছিল থেকে প্রার্থী বাসায় গেলে সেখানেও হামলা চালায় সরকার দলীয় লোকেরা।
এতে বাসার অধিকাংশ আসবাবপত্র ভাংচুর এবং অফিসের প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলেছে তারা।