শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন সৈয়দ ইবরাহিমের পরিবার

0

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেনারেল ইবরাহিম মঙ্গলবার সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) আছেন। আজ বুধবারই তার অস্ত্রোপচার করা হবে।

সাকিব বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি সঙ্কটাপন্ন অবস্থায় আছেন।’

পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.