পেশাজীবী নেতাদের সাথে বিএনপির বৈঠক

0

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার, জানুয়ারি ১২, ২০২০, বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। সভায় লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে কথা বলেন তারেক রহমান।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মাহাসচির এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেন, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ ফখরুল আলম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি জাহানারা সিদ্দিকী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম সহ প্বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রায় অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে পেশাজীবীদের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা এবং পেশাজীবীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনে বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা হয়। তাছাড়া কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
পেশাজীবী নেতাদের কয়েকজন জানান, বৈঠকে তাদের কাছে বিভিন্ন বিষয়ে মতামত নেন তারেক রহমান। পরে তারেক রহমানও তার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com