‘বিজেপি শাসনে মুসলিমদের অবস্থা কীটপতঙ্গের মতো’

0

ভারতের উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট আইইউডিএফ-এর প্রধান। তার অভিযোগ, পুলিশকেও সেই মর্মে নির্দেশ দেওয়া রয়েছে। 
সাম্প্রতিক সময়ে মুসলিম নির্যাতনের ঘটনা সামনে এলেও, কোনও তদন্ত হয়নি। উল্ট নির্যাতনকারীদের কপালে প্রশংসা জুটেছে।
ভারতের বর্তমান প্রেক্ষিত নিয়ে বিজেপি’র বিরুদ্ধে তোপ দাগলেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট প্রধান, লোকসভা সাংসদ বদরুদ্দিন আজমল। তার বক্তব্য, ভারতীয় জনতা পার্টির শাসনে ভারতে মুসলিমদের নিশানা করা হচ্ছে। 
বদরুদ্দিন বলেন, ‘বিজেপি মুসলিমদের ভারতীয় নাগরিক মনে করে না। এমনকী মুসলিমদের মানুষ বলেও গণ্য করা হয় না। মুসলিমদের ওরা কীটপতঙ্গ মনে করে।’
উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইইউডিএফ-এর প্রধান। তার অভিযোগ, পুলিশকেও সেই মর্মে নির্দেশ দেওয়া রয়েছে। সাম্প্রতিক সময়ে মুসলিম নির্যাতনের ঘটনা সামনে এলেও, কোনও তদন্ত হয়নি। উল্টো নির্যাতনকারীদের কপালে প্রশংসা জুটেছে। বিজেপি নেতাদের এমন কিছু ভিডিয়ো ভাইরালও হয়েছে। তার উল্লেখ করে বিজেপির উদ্দেশে লোকসভার এই সাংসদ বলেন, ‘ক্ষমতা আজ আপনাদের হাতে রয়েছে। আগামী কাল যে কারও হাতে ক্ষমতা চলে যেতে পারে। তাই বলছি, ভালোভাবে দেশ চালান।’
আজমলের অভিযোগ, সর্বত্র হিন্দু-মুসলিম ইস্যু তৈরি করছে বিজেপি। তার ধারণা, বিজেপির এই রাজনীতি বেশিদিন চলবে না। নয়া নাগরিক আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে আইইউডিএফ প্রধান বলেন, ‘বিজেপি ও মোদী সরকার দেশের সাধারণ মানুষের কথা শুনতে চায় না। তারা মনে করে, যা-কিছু করার সংখ্যা তাদের রয়েছে। কিন্তু, এটা একটা ভ্রম।’
বদরুদ্দিন আজমল মন করেন, যে পদ্ধতি বিজেপি কাজ করছে, তাতে তারা নিজেরাই খুব শিগগির ফাঁদে পড়বে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে নিন্দিত হতে শুরু করেছে। বদরুদ্দিনের কথায়, ‘আমি আশা করব, মোদী সরকারের শুভবুদ্ধির উদয় ঘটবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com