দক্ষিণ সিটির কোথাও উন্নয়নের ছোঁয়া লাগেনি, মন্তব্য মেয়র প্রার্থী ইশরাকের

0

শনিবার রাতে রাজধানীর মেরাদিয়া এলাকায় নিবাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, সকাল থেকেই ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে নগরির বেহাল অবস্থা ছাড়া আর কিছুই চোখে পড়েনি। এলাকার উন্নয়নের জন্য এ সরকারের দলীয় প্রাথীকে নয়, ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি। তিনি বলেন সরকার দলীয় প্রার্থী নিজেই স্বীকার করে নিয়েছেন,তাদের আমলে ঢাকা অচল হয়ে পড়েছে। তাই জনগণ ভোট দিতে পারলে অচল ঢাকার কারিগরদের প্রত্যাখ্যান করবে।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারনায় ধানের শীষের পক্ষে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে জনগণ ভোট দিতে পারলে ইশরাকের বিজয় কেউ কেড়ে নিতে পারবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com