আগের কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধংস করেছে, এখনকার কমিশন আস্থার সংকটে ভুগছে: সুজন

0

নির্বাচন কমিশন আস্থার সংকটে ভুগছে মন্তব্য করে সুসাশনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, এই নির্বাচন কমিশন যে সংলাপ শুরু করেছে, তা একটু আগে হয়েছে। নির্বাচন কমিশন আস্থার সংকটে ভুগছে, কারণ আগের নির্বাচন কমিশনের অপকর্ম, ভোটাধিকার হরণের দ্বারা তারা নির্বাচনী ব্যবস্থাকে ধংস করে গেছে।

বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, নির্বাচন কমিশনকে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। ভোটাররা যাতে ভোটকেন্দ্র উপস্থিত হয়, সে ধরনের কিছু কাজ করতে হবে। যদি এসব কাজ করতে পারে, তাহলে বিরোধী দল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।

তিনি বলেন, এই নির্বাচন কমিশন নিয়েও অনেক রকম প্রশ্ন আছে। নির্বাচন কমিশন যদি মানুষের আস্থা অর্জন করে, কিছু সময় নিয়ে সংলাপের আয়োজন করতো; তাহলে মানুষ তা গ্রহণ করতো। তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, তাদের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে।

এর আগে তিনি ঝালকাঠি প্রেসক্লাবে সুজন আয়োজিত প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর স্মরণ সভায় বক্তব্য দেন। সুজন জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদের সভাপতিত্বে সভায় প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও অ্যাডভোকেট আক্কাস সিকদার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com