খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সম্মিলিত পেশাজীবী পরিষদ এর মানববন্ধন

0

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র উদ্যোগে আগামীকাল ১১ জানুয়ারি ২০২০, শনিবার, সকাল ১১:৩০ মিনিট জাতীয় প্রেস ক্লাবে সামনে বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবীতে- পেশাজীবী সমাবেশ ও মানববন্ধন-এর আয়োজন করা হয়েছে।

উক্ত পেশাজীবী সমাবেশে উপস্থিত থাকবেন- জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সমাবেশে আরো উপস্থিত থাকবেন- বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএফইউজে’র সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী, মহাসচিব এম. আবদুল্লাহ, সুপ্রিম কোট বার এসোসিয়েশন এর সভাপতি এড. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিঃ আ.ন.হ. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত মহসচিব ইঞ্জিঃ হাসিন আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, এসোসিয়েশন অফ এগ্রিকালচারিস্ট এর আহ্বায়ক রাশেদুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, সদস্য সচিব- অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শিক্ষক – কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, আহবায়ক সাদাদল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লুৎফর রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি’র আহবায়ক অধ্যাপক ড. কামরুল আহসান, এমবিএ এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব জনাব শাকিল ওয়াহেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান সহ সিনিয়র পেশাজীবী নেতৃবৃন্দ।

সকল পেশাজীবীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ধন্যবাদান্তে,

অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন
সদস্য সচিব
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com