দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ: গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

0

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।

এতে বিএনপির নেতাকর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পরে বিক্ষিপ্ত নেতাকর্মী বিএনপি অফিসের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান। বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী।

বক্তারা বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকের কর্মসুচি ছিল সাধারণ জনগনের । পুলিশ বিনা উষ্কানিতে বিএনপির নেতাকর্মীর ওপর লাঠিচার্জ করেছে। সাধারণ জনগণের ভ্যাটের টাকায় যাদের বেতন ভাতা হয় তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। এই সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রের বাইরে নিয়ে গিয়ে এখন নানা ধরনের ষড়যন্ত্রের লিপ্ত। সাধারণ জনগণের যৌক্তিক আন্দোলন কোনো স্বৈরশাসক দমিয়ে রাখতে পারেনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com