যেখানে যা-ই ঘটুক মামলা হয় বিএনপির বিরুদ্ধে, অভিযোগ যুবদলের

0

ঘটনা যা-ই ঘটুক, যেখানেই ঘটুক বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি ও শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার এ সব কথা বললেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির অঙ্গ সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘নিশিরাতে ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান স্বৈরশাসক সরকার লুটপাট, গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবসমাজ তথা জনসাধারণের মাঝে গণজাগরণের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যে কোনো ইস্যুতেই বিএনপি নেতা-কর্মীদের নামে সরকারের পেটুয়াবাহিনী বাকশালি পুলিশকে ব্যবহার করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানির পথ বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় মাহমুদ হোসেন চৌধুরী সুমনকে এই মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।’

তারা আরও বলেন, ‘সরকার নানান বাহানা করে বাকশালি পুলিশকে ব্যবহার করে সভা সমাবেশ বানচাল করে দিচ্ছে। এটাই প্রমাণ করছে সরকারের অবস্থান গণতন্ত্রের বিরুদ্ধে। বিএনপিকে নেতৃত্বশূন্য করতেই সরকারের এই উদ্যোগ।’

নীরব-টুকু বলেন, ‘তবে এই সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, এভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে নাটক সাজিয়ে শহীদ জিয়ার আদর্শিক সৈনিকদের গণতন্ত্রের মুক্তির সংগ্রাম থেকে পিছু হটানো যাবে না। সারা দেশের মানুষ জেগে উঠেছে, অচিরেই গণ-আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে জনগণের প্রত্য̈ক্ষ ভোটের মাধ্যমে এ স্বৈরাচার সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে ইনশাল্লাহ।’

বিবৃতিতে অবিলম্বে মাহমুদ হোসেন চৌধুরী সুমনসহ ‘সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি’ জানিয়েছেন যুবদলের শীর্ষ দুই নেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com