ছাত্রলীগ না করায় মারধর, আন্দোলনে জাককানইবির শিক্ষার্থীরা

0

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছাত্রলীগ না করায় ওয়ালিদ নিহাদ নামের এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তার বিভাগের শিক্ষার্থীরা।

ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২টায় হাতে প্ল্যাকার্ড নিয়ে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, ‘ঘটনা তদন্তে কমিটি গঠন করা হলেও তাতে আমাদের সম্পূর্ণ আস্থা নেই। কেননা এ ক্যাম্পাসে সব ঘটনা তদন্ত কমিটির নিচেই চাপা পড়ে যায়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

ছাত্রলীগের রাজনীতি না করায় রোববার (২৭ ফেব্রুয়ারি) নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ওয়ালিদ নিহাদ। হলের ৩২৪ নম্বর কক্ষে ১৫ জন ছাত্র তাকে নির্যাতন করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার বলেন, নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও তার ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ব্যথা অনুভূত হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com