ধর্মের লেবাসধারী চাঁদাবাজ ও ভণ্ডদের আমরা বাংলাদেশে রাজত্ব করতে দেবো না: ইশরাক

0

জামায়াত ধর্মের লেবাস ধারণ করে জনগণকে বিভ্রান্ত করছে—এমন মন্তব্য করে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ধর্মের লেবাসধারী এই চাঁদাবাজ ও ভণ্ডদের আমরা বাংলাদেশে রাজত্ব করতে দেবো না।

তিনি বলেন, বর্তমানে সরকারি দল জামায়াত এবং জামায়াতই ঢাকা-৬ আসনের সবচেয়ে বড় চাঁদাবাজ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কবি নজরুল ইসলাম কলেজের সামনে নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, এই চাঁদাবাজ ও ভণ্ডদের আমরা বাংলাদেশে রাজত্ব করতে দেবো না। যারা ধর্মের নামে চাঁদাবাজি ও লুটপাট করছে, তারা বর্তমান সরকারের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে সর্বত্র দখলদারত্ব কায়েম করেছে।

‘তারা ব্যাংক, হাসপাতাল ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে রেখেছে। ধর্মের লেবাস ধারণ করে তারা জনগণকে বোকা বানাচ্ছে ও প্রতারণা করছে।’

ইশরাক হোসেন বলেন, এই রাজাকার, একাত্তরের ঘাতক-দালালরা আমার মা-বোনদের ইজ্জত নিয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে। তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি কঠোর জবাব দেবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.