বিএনপি’র সমাবেশে মানুষের ঢল

0

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। বেলা দুইটায় সমাবেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন।

দ্রব্যমূল্য ইস্যুতে বিএনপি পূর্ব ঘো‌ষিত বিক্ষোভ কর্মসূচি শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সমা‌বেশ শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে নেতা কর্মীর ঢল নে‌মে‌ছে। সমাবেশস্থলের ভিত‌রে বা‌হি‌রে, কদম ফুয়ারা থে‌কে স‌চিবলা‌য়ের কোনা, আবার লিংক রো‌ডের পু‌রোটা নেতা কর্মীর ভির লক্ষ্য করা গেছে। সমা‌বেশ আ‌য়োজন ক‌রে‌ছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা পুরো সমাবেশস্থল বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তোলেন।

উল্লেখ্য, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.