ষড়যন্ত্রমূলক গ্যাটকো মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ফেব্রুয়ারি ৩
অন্যায় কারাবন্দি, নিরাপরাধ, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক গ্যাটকো মামলার চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ফেব্রুয়ারি ৩, ২০২০ ধার্য করেছেন আদালত।
বুধবার, জানুয়ারি ০৮, ২০২০ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন খালেদা জিয়ার পক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।