পিলখানা ট্র্যাজেডির নেপথ্যে জড়িতদের খুঁজে বের করা হয়নি: বিএনপি

0

পিলখানা ট্র্যাজেডির নেপথ্যে জড়িতদের খুঁজে বের করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতি বীর সন্তানদের হারিয়েছে। এ ঘটনায় শুধু বাহিনীর সদস্যদের বিচার করা হয়েছে কিন্তু ঘটনার পেছনে কাদের ষড়যন্ত্র রয়েছে তা বের করা হয়নি।

ফখরুল বলেন, এটা কোনো বিদ্রোহ নয়। এর মূল কারণ ছিল সেনা বাহিনীর মনোবল ভেঙে দেয়া। দুর্ভাগ্য আমাদের আজকে এতো বছর পরও প্রকৃত ঘটনা তদন্ত করা সম্ভব হয়নি। এর পিছনে কারা ছিল, কেন এই ঘটনা ঘটেছিল। এসময় এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এতো কর্মকর্তা চলে যাননি। কিন্তু এখানে ৫৬ কর্মকর্তা চলে গেলেন। বিডিআরের শক্তিশালী প্রতিষ্ঠানকে পরবর্তীকালে ভেঙে নতুন করে প্রতিষ্ঠা করা হয়। হাজার হাজার বিডিআরের কর্মকর্তাদের বিচার করা হয়েছে। কিন্তু এর পেছনে কারা এর কোনো তদন্ত এখনো হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, পিলখানার এই দুর্ঘটনার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়ে ছিলো। তার রিপোর্টও প্রকাশ করা হয়নি। এসময় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com