ফেব্রুয়ারি ২৫-২৬ ‘শোকাবহ সেনাহত্যা দিবস’
আজ শোকাবহ সেনাহত্যা দিবস। ২০০৯-এর এই দুই দিন রাজধানী ঢাকার বুকে বিডিআর পিলখানায় ঘটে এক নারকীয় হত্যাযজ্ঞ। ঘাতকেরা নির্দয়ভাবে চালায় অগ্নিসংযোগ, ঘটায় সম্ভ্রমহানি ও নির্মম হত্যাযজ্ঞ। সামরিক-বেসামরিক মিলে কমপক্ষে মোট চুয়াত্তর জন মানুষকে হত্যা করে। এর মধ্যে ছিল সাতান্ন জন সেনা কর্মকর্তা, যার মধ্যে ছিলেন বিডিআরের প্রধান, ডেপুটি চিফ এবং সেক্টর কমান্ডারবৃন্দ।
সেই দিনগুলোতে মৃত্যুমুখে পতিত বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী সম্ভাবনাময় সদস্যদের বাঁচাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় সরকার। আলোচনার নামে সময়ক্ষেপণ করা হয়।
আজ শোকাবহ সেনাহত্যা দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা আলমগীর’র নেতৃত্বে দলের প্রতিনিধি দল বনানী সামরিক কবরস্থানে শহিদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া পাঠ করবেন ও সমাধিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করবেন।