‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের চক্রান্ত বন্ধ করতে হবে’

0

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিলের চক্রান্ত বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার সংগঠনটির সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন, সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া যৌথ এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এটি রাষ্ট্রীয় সংবিধানেরই অংশ। সুতরাং এ বিষয়ে বারবার বিতর্ক তৈরি করা ও পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করা কারো জন্যই কল্যাণকর নয়। বরং এ ধরনের অপচেষ্টার ফলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নেতারা আরো বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের যাবতীয় অপতৎপরতা মূলত ইসলামী চেতনাবোধ ও বিশ্বাসের ওপরই পরিকল্পিত আঘাত। স্বাভাবিক কারণে এই চক্রান্ত কোনো অবস্থাতেই মেনে নেয়া হবে না।

জমিয়ত নেতৃবৃন্দ রাষ্ট্রধর্ম বাতিলের বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সরকারকে অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com