করোনা টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

0

করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় রাজধানী মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি। এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজ থেকে বের হন।  ৪টা ৩৬ মিনিটে হাসপাতালে আসেন। গাড়িতে রেখেই তাকে টিকা দেওয়া হয়।

এদিন বিকালে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বছরের ১৮ আগস্ট ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও গত ১৯ জুলাই আমেরিকার তৈরি মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি গত বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন।

খালেদা জিয়া বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, খালেদা জিয়া এখনও অসুস্থ। তিনি স্থিতিশীল অবস্থায় নেই। তার স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে জানান জাহিদ হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com