মদের লাইসেন্স প্রত্যাহারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
সরকার কর্তৃক মদের লাইসেন্স দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শাহিনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা আমীর অ্যাডভোকেট এ আর মণ্ডল, কেরানীগঞ্জ পশ্চিম থানা আমীর আব্দুর রহিম মজুমদার, শিবিরের জেলা সভাপতি শাফিউল আলম ও সেক্রেটারি মইনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, আল্লাহ’র দেয়া হারাম বিধানকে সরকার পরিকল্পিতভাবে বৈধ ঘোষণা দিয়ে তারা আবারো প্রমাণ করেছে তারা ইসলাম ও ইসলামী মূল্যবোধের প্রতিপক্ষ। কিন্তু অতীতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো শক্তি ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আর কখনো পারবে না। তিনি গণবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
তিনি বলেন, সরকার নতুন প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আত্মঘাতি খেলায় মেতে উঠেছে। তিনি সরকারের ইসলাম ও ইসলামী মূল্যবোধবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।