খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে বিএনপির দুই মেয়র প্রার্থীর চিঠি

0

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে দলটির ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলের দুই মেয়র প্রার্থী কারা কর্তৃপক্ষের চিঠি দিয়েছেন। তারা খুব শিগগিরই ম্যাডামের সঙ্গে দেখা করতে চাচ্ছেন। আশা করছি, কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেবেন।

উল্লেখ্য, গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের সদস্যরা। সাক্ষাৎ শেষে এসে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com