দেশের চলমান সঙ্কটের একমাত্র সমাধান স্বৈরাচারী সরকারের বিদায়: খন্দকার মোশাররফ

0

ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এই সরকারে হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। গতকাল রবিবার ২০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশের চলমান সঙ্কটের একমাত্র সমাধান নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বর্তমান স্বৈরাচারী সরকারের বিদায়।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, মহান ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বুকে সাহস নিয়ে সবাইকে দাবি আদায়ে রাজপথে নামতে আরেকবার ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে হবে।’

খন্দকার মোশাররফ বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা আজ ভূলুণ্ঠিত, মানুষের ভোটাধিকার সুযোগ নেই, দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগের নেতৃত্ব বলে বেড়ায় বিএনপি’র মাঝে কোনো গণতন্ত্র নাই।

‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী লীগের গণতান্ত্রিক সংজ্ঞায় বিএনপি বিশ্বাস করেন না। আওয়ামী লীগের গণতন্ত্র হচ্ছে বাকশাল প্রতিষ্ঠা করা। গণতন্ত্র নির্বাচন নিয়ে বিএনপি যে সংজ্ঞায় বিশ্বাস করে তার বিপরীতে হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি বিশ্বাস। ঝড় বড় প্রমাণ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্র নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণতন্ত্রকে হত্যা করেছে কাজেই আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যেতে পারে না। বাকশালকে গণতন্ত্র বুঝায়, গণতন্ত্রের নামে আসলে তারা ফ্যাসিজম।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com