একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

0

মহান মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (২১ ফেব্রুআরি) রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা তোরণের সামনে থেকে একটি র‌্যালি নিয়ে জগন্নাথ হল হয়ে শহীদ মিনারে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো: আমানউল্লাহ আমানের নেতৃত্বে ঢাবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com