এমন দিন প্রতিদিন চায় বাংলাদেশের ক্রীড়াজগৎ
শনিবার দিনটা বাংলাদেশের খেলার জগতের জন্য ছিল দারুণ একটা দিন। সব জায়গা থেকেই এসেছে আনন্দ-সংবাদ। এমন দিনই তো সব সময় চায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন।
ক্রীড়াঙ্গনে কাল দারুণ একটা দিন কাটল বাংলাদেশের। দেশ ও দেশের বাইরে ছিল বাংলাদেশের খেলাধুলার জয়জয়কার। ফুটবল-ক্রিকেট মিলিয়ে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের তিনটি দল মাঠে নেমেছিল। সব জায়গা থেকেই এসেছে ভালো খবর। দুই জয়ের বিপরীতে এক ড্র। কিন্তু থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্রটায় বাংলাদেশের জন্য বেশি গৌরবের। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের সেরা সাফল্য বলা যায়।