খন্দকার মোশাররফের ‘স্মৃতির অ্যালবামের’ মোড়ক উন্মোচন
নিজের বর্ণাঢ্য জীবনের নানা সময়ের স্মৃতিসম্বলিত ছবি নিয়ে ‘স্মৃতির অ্যালবাম’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনীতিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
এখন পর্যন্ত নিজের ১০টি গ্রন্থ প্রকাশ হয়েছে জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি লেখালেখি করার চেষ্টা করি। ১০টি বই রচনা করার সৌভাগ্য হয়েছে। হঠাৎ খেয়াল হলো, যে জীবনে আমার কাছে যে সকল ছবিগুলো সংরক্ষিত ছিল, সে ছবিগুলো দিয়েই এই স্মৃতির অ্যালবাম করা যায়। গ্রন্থটিতে আমার ছাত্রজীবন, রাজনৈতিক জীবন, শিক্ষক জীবন, মুক্তিযুদ্ধের সময় লন্ডনের স্মৃতি, সামাজিক কার্যক্রমসহ নানা বিষয়ে ছবি যুক্ত করা হয়েছে।’
স্মৃতির অ্যালবাম গ্রন্থটিতে নুরুদ্দিন আহমেদসহ অনেক আলোকচিত্রীর তোলা ছবির সম্মিলন ঘটানো হয়েছে বলে জানান খন্দকার মোশাররফ। গ্রন্থটি তিনি নাতি-নাতনিসহ তাদের সমবয়সীদের উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ একটা দলিল। এই দেশের সংগ্রাম, যুদ্ধ, দেশের অভ্যুদয়, তার রাজনৈতিক পরিক্রমা, মানুষের সংগ্রাম, রাষ্ট্রসহ নানা বিষয় অনেকাংশে স্পষ্ট হয়েছে। এটা কেবল অ্যালবাম নয়, জাতির ও ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ দলিল।’