বিএনপির নেতৃত্বে রাজপথে থাকার প্রতিশ্রুতি শরিকদের

0

বিএনপির নেতৃত্বে আগামী দিনে রাজপথে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলের শীর্ষ নেতারা। তারা জানান, নেতৃত্বের স্টিয়ারিং বিএনপির হাতেই হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে একুশের চেতনা আত্মত্যাগ ও অধিকার আদায়ের প্রেরণা শীর্ষক এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।

সভাপতির ভাষণে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘বিএনপি’র নেতৃত্বে রাজপথে থাকবো তবে আন্দোলনের স্টিয়ারিং বিএনপি’র হাতেই থাকতে হবে।’

সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ২০ দলীয় জোটকে সংহত করে আগামীর সংগ্রামের শামিল হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। গণতন্ত্র হরণ করে উন্নয়নের ডঙ্কা বাজিয়ে লাভ হবে না।

সভায় আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান , জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম , ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com