গ্রেফতার বিএনপি নেতাদের বাসায় আব্দুস সালাম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের বাসায় খোঁজ-খবর নিতে গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তিনি শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের বাসায় যান।
এ সময় তিনি গ্রেফতারকৃতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের সমবেদনা জানান।
এ সময় তিনি পরিবারে সব সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ন আহ্বায়ক তানভির আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, কদমতলী থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মীর হোসেন মিরু, শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েলসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।