অত্যন্ত অসুস্থ অবস্থায় ‘গৃহবন্দি’ আছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় ‘গৃহবন্দি’ আছেন বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের চলমান পরিস্থিতিকে ‘রাজনৈতিক সংকট’ উল্লেখ করে মির্জা ফখরুল এ সংকট উত্তরণে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। একইসঙ্গে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।