অত্যন্ত অসুস্থ অবস্থায় ‘গৃহবন্দি’ আছেন খালেদা জিয়া

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় ‘গৃহবন্দি’ আছেন বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমাদের গণতন্ত্রকে দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। দীর্ঘ নয় বছরের স্বৈরাশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। অথচ বর্তমান সরকার মিথ্যা মামলায় তাকে কারাগারে রেখেছে। এখন তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় গৃহবন্দি আছেন।

 

দেশের চলমান পরিস্থিতিকে ‘রাজনৈতিক সংকট’ উল্লেখ করে মির্জা ফখরুল এ সংকট উত্তরণে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। একইসঙ্গে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com