‘নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি ও জনগণ প্রত্যাখ্যান করেছে’

0

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, `নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন।’

তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা, পরলোকগত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান সার্চ কমিটিতে যাঁরা রয়েছেন, সবাই আওয়ামী লীগের।

‘মূলত, এটি সার্চ কমিটি নয়, এটি হলো ক্রাশ কমিটি। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে, তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে, তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দিবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন’, বলেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিতে চাই—এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।’

নিত্যপণ্য দ্রব্যের ভয়ংকর উর্ধ্বগতির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘এখন শীতকাল রবিশষ্যের মৌসুম। এখন নিত্যপণ্যের দাম কম থাকার কথা। অথচ সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। সেদিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক, না বাঁচুক তাদের কিছু যায় আসে না। বর্তমানে মিথ্যাই হয়েছে তাদের একমাত্র অবলম্বন।’

এ সময় রুহুল কবির রিজভী তাঁত শিল্প ধ্বংসের জন্য সরকারকে দায়ী করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com