শামসুজ্জামান দুদুর মায়ের মৃত্যুতে ছাত্রদলের শোক

0

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, জন্ম যেমন সত্য, মৃত্যুও তেমনি অবধারিত। তবুও মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টসাধ্য আর তাও যদি হয় মমতাময়ী মায়ের। এসময় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহবায়ক শামসুজ্জামান দুদুর মা বেগম ফাতেমা ইব্রাহিম বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বেগম ফাতেমা ইব্রাহিম দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com