সার্চ কমিটি নয় এটি হলো ক্র্যাস কমিটি: রিজভী
সার্চ কমিটির নামে ক্র্যাস কমিটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সার্চ কমিটির মাধ্যমে আবারও একটি পাঁতানো নির্বাচন কমিশন গঠন করা হবে,যারা জালিয়াতির নির্বাচন করবে। সুতরাং গণতন্ত্রকে একেবারে টোটালভাবে ক্র্যাস করার যে পরিকল্পনা সেটিরই হচ্ছে এই সার্চ কমিটি।’
শুক্রবার (১৮ ফেব্রয়ারি) তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সার্চ কমিটির বিরুদ্ধে বিএনপি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে প্রহসনের নির্বাচন করার জন্য যে আইন করা হয়েছে তার মাধ্যমে যে সার্চ কমিটি করা হয়েছে এই কমিটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে না। কারণ এখানে যে ব্যক্তিদের মনোনয়ন করা হয়েছে প্রত্যেকেই হচ্ছে এই সরকারের মনোনীত তারা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটাবে। সুতরাং এদের মাধ্যমে কখনই ভাল নির্বাচন কমিশন গঠন হবে না। এই কমিটির মাধ্যমে সম্পূর্নরুপে ক্র্যাস হয়ে যাবে গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার, নাগরিক অধিকার।’
সার্চ কমিটিতে বিএনপির নাম দেয়ার প্রশ্নই আসে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। এই সার্চ কমিটি আওয়ামী চেতনায় লালিত। সেখানে নাম দেয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে।’
রিজভী বলেন, ‘এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা যে ইসি গঠন করবে তাদের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।’
তিনি আরও বলেন,‘সরকার নির্বিকার কারণ তাদের গণভিত্তি নেই। কারণ তারা সুষ্ঠু ভোটের দ্বারা নির্বাচিত নয়। অবৈধভাবে ক্ষমতা দখল যারা করে তাদের কাছে জনগণ বাঁচবে কি মরবে তারা সেটা দেখতে চায়না। যার কারণে মিথ্যাই হচ্ছে তাদের একমাত্র অবলম্বন।’
এ সময় তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।