শামসুজ্জামান দুদুর মা আর নেই
বিএনপি’র ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহবায়ক, ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদুর মা বেগম ফাতেমা ইব্রাহিম মারা গেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন বলে জানিয়েছেন কৃষক দলের সাবেক নেতা এসকে সাদী।
তিনি জানান, বেগম ফাতেমা ইব্রাহিম দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।
উল্লেখ্য, আলোচিত মেধাবী রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু ১৯৫৬ সালের ১৭ জুন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম অ্যাডভোকেট মো. ইব্রাহিম এবং মা বেগম ফাতেমা ইব্রাহিম।