হোসেনকে ধরতে গিয়ে হাসানের বাড়িতে দারোগার তাণ্ডব ঘুষ দিয়ে রক্ষা

0

গাজীপুরে আসামি হোসেনকে ধরতে গিয়ে হাসানের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে জয়দেবপুর থানার পশ্চিম ডগরি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ভুল হলেও ৩ ঘণ্টা অবস্থানের পর অবশেষে আট হাজার টাকার বিনিময়ে বাড়ি ত্যাগ করে তারা।

আবুল হাসান (৬৩) অভিযোগ করে জানান, সোমবার রাত ১টায় জয়দেবপুর থানার এএসআই আলম মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তিনি কারণ জানতে চাইলে তার নামে ওয়ারেন্ট আছে বলে জানানো হয়। কিন্তু তার বিশ্বাস না হওয়ায় তিনি পুলিশি হয়রানির ভয়ে দরজা খুলেননি। এ সময় পুলিশ দরজা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে অশালীন ভাষায় গালাগাল করে। অবশেষে তিনি মোবাইল ফোনে একজন আত্মীয়ের মধ্যস্থতায় পুলিশকে আট হাজার টাকা দিলে রাত ৪টায় পুলিশ তার বাড়ি ত্যাগ করে। পরে গত মঙ্গলবার তিনি জানতে পারেন তার নামে কোনো ওয়ারেন্ট নেই। তার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পূর্বডগরি গ্রামে বসবাসকারী তার বড় ভাই আবুল হোসেনের নামে একটি নন এফআইআর বা জিডি সূত্রে মামলার ওয়ারেন্ট ছিল। আবুল হোসেন এ মামলায় ইতঃপূর্বে জামিনও লাভ করেছেন।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com