বনবিনাশী কর্মকাণ্ড: সুন্দরবনের কাছে ক্ষমা চাইলেন স্থানীয়রা

0

বাগেরহাটের মোংলায় বনবিনাশী কর্মকাণ্ডের জন্য সুন্দরবনের কাছে গণ ক্ষমাপ্রার্থনা করেছেন স্থানীয়রা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন দিবস উপলক্ষে পূর্ব সুন্দরবনের ঢাংমারি এলাকায় বন রক্ষায় ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটার কিপার, বাদাবন সংঘ, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক মো. নূর আলম শেখ, বাদাবন সংঘের মোংলা আঞ্চলিক ব্যবস্থাপক অজিফা বেগম, বাপা নেতা পশুর রিভার ওয়াটার কিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা নদীকর্মী হাছিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের ষ্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস, তরুণ মন্ডল প্রমুখ।

মো. নূর আলম শেখ বলেন, মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। মহাপ্রাণ সুন্দরবনকে বাঁচাতে এবং টেকসই উন্নয়নের স্বার্থে এসব কর্মকাণ্ড থেকে মানুষ ও সরকারকে সরে আসতে হবে।

গণক্ষমা প্রার্থনা কর্মসূচিতে ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করো’, ‘সুন্দরবনের বাঘ-হরিণ হত্যা বন্ধ করো’, ‘পরিকল্পিত অগ্নিকাণ্ড বন্ধ করো’, ‘বিষ দিয়ে মৎস্য নিধন বন্ধ করো’ ইত্যাদি লেখা ফেস্টুন-প্লাকার্ড হাতে নিয়ে বনজীবীরা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com