কোন দল কার নাম প্রস্তাব করেছে, কীভাবে করেছে, সেগুলো প্রকাশ করতে হবে: সুজন সম্পাদক

0

যোগ্য নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে সার্চ কমিটি কী ধরনের প্রক্রিয়া এবং মানদণ্ড ব্যবহার করছে সেটি জানতে চান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন পক্ষের সাথে বৈঠকের তৃতীয় সেশনে বিশিষ্ট নাগরিকদের সাথে গতকাল বসে সার্চ কমিটি। সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক বলেন, ‘আমি ওখানে উপস্থিত হয়েছি আমার কতগুলো উদ্বেগ আছে, প্রশ্ন আছে এবং সাজেশন আছে, যেগুলো নিয়ে কথা বলতে আমি ওখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলেছি, নামগুলো প্রকাশ করতে হবে এবং তিন ধাপে করতে হবে।’

বদিউল আলম বলেন, ‘প্রথম ধাপে কোন দল কার নাম প্রস্তাব করেছে সেগুলো প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, স্বচ্ছতার সাথে সুনামের অধিকারী ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। জাতি এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তাদের কাছে জানতে চাই—এই নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার পেছনে তারা কী ধরনের প্রক্রিয়া এবং কোনো ধরনের মানদণ্ড ব্যবহার করবেন।’

এই সার্চ কমিটিকে পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, ‘স্বনামধন্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। এই মানদণ্ডগুলো চিহ্নিত করতে হবে। এ মানদণ্ডগুলো চিহ্নিত করার মাধ্যমে আস্থার সংকট দূর হবে। শুধু নাম প্রকাশ করলে হবে না, কোন দল কার নাম প্রকাশ করলো, কীভাবে করলো সেই বিষয়গুলো সবার সামনে প্রকাশ করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com