টিসিবির লাইনে ভিড় বাড়ছে মধ্যবিত্তদের

0

আগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লাইনের দাঁড়িয়ে থাকত দেশের নিম্ন আয়ের মানুষ; কিন্তু বর্তমানে করোনার বিরূপ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। কর্মসংস্থান হারিয়েছে বিপুলসংখ্যক মানুষ। আয় কমেছে অনেকের। অন্য দিকে বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। পরিবর্তিত পরিস্থিতিতে টিসিবির লাইনে দেখা মিলছে মধ্যবিত্ত নাগরিকদের।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যবিত্তের আধিক্যের কারণে ভিড় বাড়ছে টিসিবির লাইনে। ট্রাকের পেছনে কোথাও কোথায় দুই শতাধিক মানুষের সিরিয়াল দেখা মিলছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও শূন্য হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com