যুক্তরাজ্যে স্বেচ্ছায় মৃত্যুর বিলে সমর্থন জানিয়েছেন দেশটির বেশিরভাগ এমপি

0

যুক্তরাজ্যে স্বেচ্ছায় মৃত্যুর বিলে সমর্থন জানিয়েছেন দেশটির বেশিরভাগ এমপি। এরমাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসে স্বেচ্ছামৃত্যুর বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে। কোনো চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণকে স্বেচ্ছায় মৃত্যু বলা হয়।

তবে সবাই চাইলে এটি করতে পারবেন না। শুধুমাত্র যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের ছয় মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এমপি কিম লিডবিটার সংসদে বিলটি উত্থাপন করেন। এটির পক্ষে ৩৩০ ও বিপক্ষে ২৭৫ এমপি ভোট দেন।

এখন এই বিলটি কমিটি পর্যায়ে যাবে। সেখানে এমপিরা সংশোধনী আনতে পারবেন। এরপর হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডসে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে। যার অর্থ আগামী বছরের আগ পর্যন্ত এটি পাস হওয়ার সম্ভাবনা নেই।

বিলটি উত্থাপনকারী এমপি লিডবিটার বলেছেন, স্বেচ্ছায় মৃত্যুর বিষয়টি কার্যকর করতে যে সেবা সংস্থার প্রয়োজন হবে সেটি তৈরি করতে হয়ত আরও দুই বছর সময় লাগবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com