খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিএফডিসিতে গিয়ে শেষ হয়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা থানা, তেজগাঁও থানা ছাত্রদল যৌথভাবে এ মশাল মিছিল করে।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম সিকদার রানা, যুগ্ম আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, সাজেদ আহমেদ, এম এ জাহিদ হাসান রাসেল, সদস্য মনিরসহ পলিটেকনিক ছাত্রদল নেতা আতিকুর রহমান, সাব্বির, শাকিল শেরেবাংলা থানা ছাত্রদলের হিরা, রাব্বি, মোকলেসুর এবং তেজগাঁও থানা ছাত্রদলের জহির, রাজন প্রমুখ।