বাজারমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে প্রণোদনার দাবি বিএফইউজের

0

বাজারমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে দেশের সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিএফইউজের নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় নেতারা এ দাবি জানান।

বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়া সভায় বিএফইউজে ভবন নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হয়।

মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মধুসূধন মণ্ডল, মোশাররফ হোসেন, মাহমুদুল আলম নয়ন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, মহসিন কাজী, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটিসহ সব অঙ্গ-সংগঠনের সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com