ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের ঘোষণা
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক ওয়ার্ডে নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আগামী ১৫ দিনের মধ্যে অধীনস্থ ইউনিট সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
সংগঠনটির দপ্তরের দায়িত্বে থাকা মো. জিয়াউর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি
পল্লবী জোন (পল্লবী, রুপনগর, ভাষানটেক থানা)।
ওয়ার্ড সমূহ: ৯১ নম্বর সাংগঠনিক ওয়ার্ড- ২, ৩, ৫ ও ৬ নম্বর (পল্লবী থানা)। ১২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড- ৬ ও ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড (রুপনগর থানা), ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ড এবং ৯৫ নম্বর ওয়ার্ড (ভাষানটেক থানা)।
গুলশান জোন: (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট থানা)।
ওয়ার্ড সমূহ: ১৮ নম্বর ওয়ার্ড (গুলশান থানা), ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড (বনানী থানা), ১৫ নম্বর ওয়ার্ড (ক্যান্টনমেন্ট থানা)।
মিরপুর জোন: (মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও কাফরুল থানা)।
ওয়ার্ড সমূহ: ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড (মিরপুর থানা), ৯ ও ১০ নম্বর ওয়ার্ড (দারুসসালাম থানা) এবং ৯৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড, ৮ ওয়ার্ড (শাহ আলী থানা), ৯৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড, ৪, ১৪ ও ১৬ (কাফরুল থানা )
মোহাম্মদপুর জোন: (মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগর থানা)।
ওয়ার্ড সমূহ: ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড (মোহাম্মদপুর থানা), ১০০ নম্বর সাংগঠনিক ওয়ার্ড ও ৩০ নম্বর ওয়ার্ড (আদাবর থানা), ৯৯ নম্বর সাংগঠনিক ওয়ার্ড, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড (শেরে বাংলা নগর থানা)।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক ওয়ার্ড কমিটি করার সিদ্ধান্ত অনুমোদন করেন।