খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।
শনিবার (১২ ফেব্রয়ারি) রাত ৮ টার দিকে বাড্ডা এবং ভাটারা থানা ছাত্রদলের যৌথ আয়োজনে এ মশাল মিছিলটি বাড্ডা লিংক রোড থেকে গুদারাঘাট পযর্ন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম শিকদার রানা।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, সাজেদ আহমেদ, এমএ জাহিদ হাসান রাসেল, সদস্য মনিরসহ বাডা থানা ছাত্রদল নেতা জামাল, তুহিন, ইব্রাহিম, দ্বীন ইসলাম ও ভাটারা থানার ছাত্রনেতা রিয়াজ, রাকিবসহ শতাধিক নেতাকর্মী।