ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা দলের কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে নায়েবা ইউসুফকে এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুনা লায়লা রুনা।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন লাইলী বেগম, রাবেয়া আলম, রোকেয়া সুলতানা তামান্না, স্বপ্না আহমেদ, তাহমিনা আরফিন নিতা, বুলবুল নাহার, তাহমিনা আক্তার তন্বী ও অ্যাডভোকেট আঞ্জুমান আরা শিউলি।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার এবং নাসিমা আক্তার কেয়াকে সদস্যসচিব করা হয়েছে। আর যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন শাহীনুর নার্গিস, হোসনে আরা লিজা, সালেহা বেগম, হাসিনা বেগম হাসি, রেহেনা ইয়াসমিন ডলি, ফেরদাউসি বেগম, রাশিদা বেগম ও জাহানারা বেগম।