গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি বিএনপির
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
ফখরুল বলেন, ‘জ্বালানি তেল, গ্যাস, চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম ক্রমাগত বৃদ্ধি করা হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসহ ভোগান্তি তৈরি হয়েছে। বিএনপি মনে করে, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা অবিলম্বে ভোক্তা পর্যায়ে এইসব পণ্যের মূল্য হ্রাস করে বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল করে তা পূর্বের মূল্যে স্থির করার দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।’
‘কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণ’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকস’র বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ। অনির্বাচিত আওয়ামী লীগ সরকার তাদের সব অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আড়াল করার জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’
সভায় এই ধরনের ‘বেআইনি’ কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় সেনা সদস্যসহ তিনজনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলে হামলা ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ২২ জন নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানান বিএনপি মহাসচিব।